ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধভাবে সুন্নতে খৎনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৪  
অবৈধভাবে সুন্নতে খৎনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

ডাক্তার না হয়েও জামালপুরে অবৈধভাবে সুন্নতে খৎনা (মুসলমানি) করানোর অভিযোগে এক চেম্বার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিয়াপাড়ায় একজন অবসরপ্রাপ্ত মেডিক্যাল এসিস্ট্যান্ট-এর চেম্বারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও চেম্বার মালিক ফকরুল ইসরাম জুয়েলকে ওই চেম্বারে সুন্নতে খৎনা বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার জানান, অভিযুক্ত ফখরুল ইসলাম জুয়েল ডাক্তার না হয়েও চেম্বার খুলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সুন্নতে খৎনা করে আসছিলেন। কোনো প্রকার এনেস্থেসিয়ান ও অপারেশন থিয়েটার ছাড়াই মুসলমানি সম্পন্ন করেন তিনি, যা বাচ্চাদের জীবনের ঝুঁকি সম্পন্ন।

এসব অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও সুন্নতে খৎনা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা উপেক্ষা করে তিনি যদি কার্যক্রম অব্যাহত রাখেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, ডা. নুরুজ্জামান মুরাদ, ডা. সানজিদা হোসাইন প্রাপ্তি উপস্থিত ছিলেন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুল হক।

শোভন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়