ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে পিকআপের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৪
বাগেরহাটে পিকআপের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ফাইল ফটো

বাগেরহাটে পিকআপের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এর মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও দুই জন আহত হন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইসলাম অনিক বলেন, তিন জনকে মৃত ও দুই জনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। পথে একজন মারা গেছেন বলে জেনেছি।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, অটোরিকশাকে ধাক্কা দিয়ে পিকআপটি পালিয়ে গেছে। দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। এর মধ্যে, তিন জনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে।

শহিদুল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়