বাকি না দেওয়ায় দোকানিকে গরম দুধে ঝলসে দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর মহানগরীর পূবাইলে বাকি না দেওয়ায় গরম দুধ ও পানি ঢেলে নূর ইসলাম (৪২) নামে এক দোকানদারকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শ্যালক আয়নাল খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে পূবাইল থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- মহানগরীর পূবাইল খিলগাঁও কামারিয়া এলাকার সোহেল সরদার, রহিম সরদার, রতন সরদার, নাসির উদ্দিন ও তার তিন ছেলে।
মামলার বাদী আয়নাল খান জানান, নূর ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে খিলগাঁও উত্তরপাড়ায় রাস্তার পাশে নিজের জমিতে দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। গত ৪ সেপ্টেম্বর বিবাদী সোহেল দোকানে গিয়ে বাকি চায়। সে সময় দুলাভাই বাকি না দেওয়ায় দোকান ভাঙচুর ও তার শরীরে গরম দুধ ও পানি ঢেলে ঝলসে দেওয়া হয়। তার কিছু সময় পর বাকি আসামিরা এসে দুলাভাই ও বোনকে এলোপাথাড়ি মেরে দুটি মোবাইলফোন ও পাঁচ ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল/কেআই