ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৪
নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার

খুলনায় নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে লবণচরা দারোগার লেনের সুলতানিয়া আহমেদ জামে মসজিদের সামনে থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন মুসল্লিরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ কুমার দাস বলেন, ভোরে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে গত ছয় দিন তিনি কোথায়? কী অবস্থায় ছিলেন তা জানা যায়নি। সুস্থ হলে তার সঙ্গে কথা বললে এ বিষয়ে জানা যাবে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিকেলে নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসা থেকে বের হন তিনি। পরে রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন।

কদরুল হাসান নগরীর সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি শেখপাড়া এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন তিনি।

নূরুজ্জামান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়