ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিছানায় পড়েছিল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ 

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৪  
বিছানায় পড়েছিল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ 

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ ঘরের বিছানা থেকে হাত-পা বাঁধা গৃহবধূ শাহিনা বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুলতানখালী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ শাহিনা বেগম উপজেলার মলিকাডাঙ্গা এলাকার গেন্ধা শেখের মেয়ে ও সুলতানখালী গ্রামের সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, শাহিনা বেগমের স্বামী চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তাদের দুই সন্তান বাইরে থেকে পড়ালেখা করায় তিনি বাড়িতে একাই থাকতেন। তার ডায়বেটিকস রোগ থাকায় প্রতিদিন সকালে হাঁটতেন। আজ সকালে স্থানীয়রা শাহিনাকে বের হতে না দেখে খোঁজ নেওয়ার জন্য সকাল ৯টা দিকে বাসায় গিয়ে মেইনগেট বন্ধ দেখতে পায়। পরে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানায় উপর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের মালামালও এলোমেলো অবস্থায় পাওয়া যায়। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

শোভন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়