ঢাকা     শুক্রবার   ০৪ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৯ ১৪৩১

কুমিল্লা সীমান্তে সাড়ে ১৫ মণ ইলিশ জব্দ, নিলামে বিক্রি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১১ সেপ্টেম্বর ২০২৪  
কুমিল্লা সীমান্তে সাড়ে ১৫ মণ ইলিশ জব্দ, নিলামে বিক্রি

কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬২০ কেজি (সাড়ে ১৫ মণ) ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। পরে কাস্টমসের মাধ্যমে ৯ লাখ ৯২ হাজার টাকায় এই মাছ নিলামে বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ৬০ ব্যাটেলিয়ন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা বিওপির একটি টহল দল ৩১টি বস্তার ভেতর থেকে ইলিশ জব্দ করে।  

বিজিবি ৬০ ব্যাটেলিয়ন সূত্রে জানা যায়, আজ দুপুরে খারেরা বিওপির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর গ্রাম থেকে ৩১ প্লাস্টিকের বস্তা জব্দ করেন তারা। পরে বস্তাগুলোর ভেতর থেকে ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার হয়। কাস্টমসের মাধ্যমে পরে নিলামে ৯ লাখ ৯২ হাজার টাকায় বিক্রি করা হয় এই মাছ।

আরো পড়ুন:

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়