ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে গ্রেপ্তার ভুয়া পুলিশ সদস্য কারাগারে 

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১২ সেপ্টেম্বর ২০২৪  
রাজশাহীতে গ্রেপ্তার ভুয়া পুলিশ সদস্য কারাগারে 

গ্রেপ্তার রেজাউল করিম।

রাজশাহীতে রেজাউল করিম (২৮) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রেজাউল নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআআই) হিসেবে পরিচয় দিতেন। 

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে নগরের জাদুঘর মোড় থেকে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রেজাউলের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের গাড়ি এবং ওয়াকিটকির ছবি পাওয়া গেছে। এছাড়াও তার কাছ থেকে হ্যান্ডকাপের একটি চাবি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় রাতেই রেজাউলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেয়া/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়