ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

খুলনায় অপহৃত কিশোরী ময়মনসিংহে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১২ সেপ্টেম্বর ২০২৪  
খুলনায় অপহৃত কিশোরী ময়মনসিংহে উদ্ধার 

খুলনা থেকে অপহৃত কিশোরীকে (১৫) উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে খুলনা থানা পুলিশ র‌্যাব-১৪’র সহযোগিতায় ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী কাজল মোড়ল আকাশকে (২৩) গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার কাজল মোড়ল আকাশ বাগেরহাটের সদর উপজেলার রাখালগাছী গ্রামের মৃত জাহিদ মোড়লের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (সিটি এসপি) উপ-কমিশনার রাশিদা বেগম জানান, গত ২১ আগস্ট দুপুরে খুলনা মহানগরীর আহসান আহম্মেদ রোডের ফিজিক্স ল্যাব নামক কোচিং সেন্টারের সামনে থেকে অপহরণকারী কাজল মোড়ল আকাশসহ কতিপয় ব্যক্তির যোগসাজসে এক কিশোরীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে জোর করে প্রাইভেটকারে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গত ২৭ আগস্ট ভিকটিমের বাবা মো. মিজানুর রহমান খুলনা থানায় মামলা করেন। 

আরো পড়ুন:

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার টিম নিয়ে বিভিন্ন জেলায় অভিযানে নামে। একপর্যায়ে অপহরণকারী কাজল মোড়ল আকাশের অবস্থান শনাক্ত করা হয়। আজ ভোরে ময়মনসিংহের ভালুকা থানা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় কাজল মোড়ল আকাশকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। 
 

নুরুজ্জামান/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়