ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে ৮ ছাত্রকে স্কুলে যেতে নিষেধাজ্ঞা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৯:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৪
ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে ৮ ছাত্রকে স্কুলে যেতে নিষেধাজ্ঞা

ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে কুষ্টিয়ার সদর উপজেলায় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের ৮ ছাত্রকে বিদ্যালয়ে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা পাওয়া সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা দেওয়ার সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদসহ স্থানীয়রা।

প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জ্বল বলেন, স্কুলে ক্লাস চলাকালীন ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল দশম শ্রেণির ওই ৮ ছাত্র। ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের লোকজন আগেও বিষয়টি জানিয়েছিল। তাদের অভিযোগের প্রেক্ষিতে ৮ ছাত্রকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ বলেন, বিষয়টি শুনে আমি সেখানে যাই। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে, এমন অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়