কুমিল্লায় বাস চাপায় শিশুসহ নিহত ২
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় রাজিয়া বেগম (৫৫) ও তার সঙ্গে থাকা পাঁচ বছর বয়সী শিশু ইসমাইল হোসেন নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মারা যান তারা।
নিহত রাজিয়া বেগম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী রাচিয়া মৌলভীবাড়ির আরবের রহমানের স্ত্রী।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কালাকচুয়া এলাকায় রাস্তা অতিক্রম করছিলেন দুইজন। এ সময় এশিয়া এয়ারকন নামে একটি যাত্রীবাহী বাস দুই জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন শিশু।
তিনি আরও বলেন, বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
রুবেল/মাসুদ