ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ছাত্রজনতার ওপর গুলিবর্ষণে অভিযুক্ত মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে ছাত্রজনতার ওপর গুলিবর্ষণে অভিযুক্ত মিজান গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর গুলিবর্ষণে অভিযুক্ত মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফ-উল আলম জানান, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মিজান গত ১৮ জুলাই সে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্র-জনতার দিকে গুলি করে বলে অভিযোগ। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। আন্দোলন চলাকালীন সময়ে হওয়া নাশকতা সংক্রান্ত চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার মামলায় সে সম্পৃক্ত ছিল বলে জানা যায়। চট্টগ্রামের বিভিন্ন থানায় তার নামে মাদক, অস্ত্র, অপহরণ এবং ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর আলামতসহ মিজানকে বায়েজিদ বোস্তামি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়