ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

নেত্রকোণায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
নেত্রকোণায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরাতোপা গ্রামে মারা যায় সে। আরাফাত একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

শিশুটির পরিবারের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, দুপুরে আরাফাত বাড়িতে বসে খেলা করছিল। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটির ভাসতে দেখেন তারা। শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্বজনরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে আরাফাতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

সোহেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়