ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো ছাত্রদল নেতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো ছাত্রদল নেতার

মো. আদিল মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা মো. আদিল মিয়া (৩৩) মারা গেছেন। এঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মো. রুবেল মিয়া আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চিনাইর এলাকায় মারা যান তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মৃত্যুর বিয়য়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া আদিল মিয়া পৌর শহরের পুনিয়াউট এলাকার মৃত জাহের মিয়ার ছেলে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সদস্য।

আরো পড়ুন:

জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মহসিন হৃদয় বলেন, ‌‘আজ দুপুরেও ভিডিও কলে আদিলের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আমার। আজ বিকেলে মোটরসাইকেলে করে আদিল শ্বশুরবাড়ি চিনাইর যাচ্ছিলেন। চিনাইর-নোয়াবাড়ি অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আদিলের মৃত্যু হয়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আমার বন্ধু মো. রুবেল আহত হয়েছেন। আদিল জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।’

মাইনুদ্দীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়