ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্লিন প্রশাসন তৈরি করতে চাই: হবিগঞ্জের ডিসি

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৪  
ক্লিন প্রশাসন তৈরি করতে চাই: হবিগঞ্জের ডিসি

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) ড. ফরিদুর রহমান বলেছেন, ‘আমি ক্লিন প্রশাসন তৈরি করতে চাই। যেখানে থাকবে না বৈষম্য, দুর্নীতি আর অনিয়ম। প্রশাসন হবে জনগণের কল্যাণের জন্য। কোথাও যদি দুর্নীতির তথ্য পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে অবগত করবেন। তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

বুধবার (১৮ সেপ্টম্বর) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ড. ফরিদুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই অর্জন ধরে রাখতে হবে।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, প্রেস ক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এসএম খোকন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদ প্রমুখ। 
 

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়