ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪  
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান কারাগারে

আতাউর রহমান সেলিম

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, মঙ্গলবার যৌথ অভিযানের সময় আতাউর রহমান সেলিমকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। রাতেই তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়। তিনি হবিগঞ্জ সদর মডেল থানার দুটি মামলার অন্যতম আসামি। সকালে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে। 

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতাউর রহমান সেলিম পলাতক ছিলেন।
 

মামুন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়