ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের গাড়ি ভাঙচুর: অজ্ঞাত ৬০০ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৪  
পুলিশের গাড়ি ভাঙচুর: অজ্ঞাত ৬০০ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলে গত ৪ আগস্ট সরকার পতনের আগের দিন সদর উপজেলার নাকশী মাদ্রাসা এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন শেখ বাদী হয়ে মামলা করেন।

মামলায় অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার নাকশী মাদ্রাসা এলাকায় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। মালিবাগ এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খুন করার উদ্দেশে ডিউটরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আন্দোলকারীদের নিবৃত্ত করতে পুলিশ শর্টগান, গ্যানগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতরাতে মামলাটি করেছেন।

আরো পড়ুন:

গত ৫ আগস্টের পর নড়াইল জেলায় পুলিশ বাদী হয়ে এটিই প্রথম মামলা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার (২২ সেপ্টেম্বর) রাতে মামলাটির সত্যতা নিশ্চিত করেন।

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়