ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

অবৈধভাবে বালু উত্তোলন, ২ যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ১ অক্টোবর ২০২৪  
অবৈধভাবে বালু উত্তোলন, ২ যুবকের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই যুবককে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিরুল আরাফাত। অভিযানে সহযোগিতা করে কুমারখালী থানা পুলিশ। 

সাজাপ্রাপ্তরা হলেন- চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা গ্রামের মো. তুর্য (১৮) ও মো. জিন্নাহ শেখ (১৮)।

আরো পড়ুন:

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিরুল আরাফাত বলেন, অবৈধভাবে গড়াই নদী থেকে বালু উত্তোলন করার দায়ে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়