ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ৪ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:০৮, ৪ অক্টোবর ২০২৪
নেত্রকোণায় টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক

নেত্রকোণার কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বিএনপি নেতার নাম আবুল হাসেম ভূঁইয়া। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন তিনি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে বেআইনিভাবে মজুদ করে রাখা টিসিবির চাল, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

সোহেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়