ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ৩৬ দোকান

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:০৬, ৭ অক্টোবর ২০২৪
নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ৩৬ দোকান

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার মসলাপট্টিতে অগ্নিকাণ্ডে ৩৬টি দোকান পুড়ে গেছে। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্লাস্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের অন্তত ৩৬টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আরো পড়ুন:

অনিক/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়