ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

নড়াইলে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৭ অক্টোবর ২০২৪  
নড়াইলে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

এ্যানি রায়

নড়াইলের সদর উপজেলায় সাপের কামড়ে এ্যানি রায় (১৭) নামে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ্যানি রায় সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের মেয়ে এবং নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। 

এ্যানি রায়ের কাকা স্বপন রায় জানান, রোববার (৬ অক্টোবর) রাতের খাবার খেয়ে এ্যানি ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে বিছানা থেকে জেগে ওঠে বাবা-মাকে বলে তাকে কিছুতে কামড়িয়েছে এবং জ্বালা-যন্ত্রণা করছে। এক পর্যায়ে বিছানার চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখা যায়। সাপের ছবিসহ তাকে রাত ৩টার দিকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এ্যানির মৃত্যু হয়।

এ ব্যাপারে নড়াইল আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, ‘এ্যানি রায়কে হাসপাতালে আনতে অনেক দেরি হয়ে গেছে। আমরা এন্টি ভেনমসহ সমস্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।’
 

আরো পড়ুন:

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়