ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ৯ অক্টোবর ২০২৪   আপডেট: ০৮:৪৯, ৯ অক্টোবর ২০২৪
রাজবাড়ীতে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া সর্বজনীন দুর্গা মণ্ডপের পাঁচটি প্রতিমা দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পরে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অস্থায়ীভাবে এই মন্দির তৈরি করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। রাতে মন্দিরে পাহারাদার ছিল। সকালে চলে যান তিনি। বেলা ১১টার দিকে ডেকোরেটর শ্রমিকরা মন্দিরে সিসি ক্যামেরা লাগানো ও সাজসজ্জার কাজ করতে আসেন। এ সময় মন্দিরের সামনে থাকা কাপড় সরালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি চোখে পড়ে। মন্দিরে থাকা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের মাথা খুঁচিয়ে ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সজ্জনকান্দা সার্বজনীন দুর্গা মণ্ডপের সভাপতি অ্যাডভোকেট সাধন চন্দ্র দাস কোনো কথা বলেননি।

পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন বলেন, প্রতিমা ভাঙচুরের বিষয়টি মন্দির কর্তৃপক্ষ আমাদের জানায়নি। গোপন সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রবিউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়