ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৯ অক্টোবর ২০২৪  
কিশোরগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রঙ মিস্ত্রী সুমন মিয়া হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী দিলীপ কুমার ঘোষ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় দেন।  

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি কামাল উদ্দিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি সোহেল ও দীন মোহাম্মদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ২৫ জুলাই পাকুন্দিয়া উপজেলা সদরের আদিত্যপাশা গ্রামের কামাল উদ্দিনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পর দিন নিহতের ভাই আব্দুস সাহেদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে তিন জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল হান্নান ও আবু তালেব আমান মামলা পরিচালনা করেন।
 

রুমন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়