ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

মাদারীপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১০ অক্টোবর ২০২৪  
মাদারীপুরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে একটি ডোবা থেকে মো. হান্নান কবিরাজ (৫৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ভ্যানচালক ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার দক্ষিণ ধুয়াসার গ্রামের আজিজ কবিরাজের ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি পৌর এলাকার কুন্ডুবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, সকালে স্থানীয় শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় ডোবার মধ্যে হান্নান কবিরাজের মরদেহ ভাসমান অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মাতুব্বর বলেন, ‘আমাদের ধারনা গভীর রাতে হান্নান মহাসড়কে ভ্যান চালানোর সময় অন্য কোনো যানবাহন এসে তাকে ধাক্কা দিয়ে ভ্যানসহ ডোবার পানিতে ফেলে দেয়। এতে তার মৃত্যু হতে পারে।’

কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, হান্নান কবিরাজের মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। 

/বেলাল/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়