ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগে সাভারে আ.লীগ নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:৫৮, ১১ অক্টোবর ২০২৪
আন্দোলনে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগে সাভারে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম রিয়াজুল ইসলাম (৫০)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাভারের জামসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াজুল ইসলাম সাভারের জামসিং এলাকার বাসিন্দা ও সাভার পৌর আওয়ামী লীগ ১ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি।

আরো পড়ুন:

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন রিয়াজুল ইসলাম। ওই ঘটনায় সাভার থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতা নিহত হন। পরবর্তী সময়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা করেন। এসব হত্যা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন এই নেতা। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাব্বির/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়