ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মণ্ডপে ইসলামিক গান 

চট্টগ্রামে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদককে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১১ অক্টোবর ২০২৪  
চট্টগ্রামে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদককে বহিষ্কার

চট্টগ্রামের জে এম সেন হল পূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনে অনুমতি প্রধানকারী পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

আরও পড়ুন: পূজামণ্ডপে সংগীত পরিবেশনে ‘রাজনীতি সংশ্লিষ্টতা’ খতিয়ে দেখা হচ্ছে: পুলিশ

আরো পড়ুন:

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়। 

আরও পড়ুন: চট্টগ্রামে পূজার মঞ্চে ‘ইসলামি সংগীত’, দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

 

জেএম সেন হলের পূজামণ্ডপে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত ইসলামিক কালচারাল একাডেমি নামের সংগঠনের শিল্পীদের গান পরিবেশন করার সুযোগ করে দেন। এ ঘটনায় সজল দত্তকে পরিষদ থেকে  স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক হিল্লোল সেন।

আরও পড়ুন: পূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

এর আগে, আজ দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের অনুরোধেই গান পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গান পরিবেশনকারী দুই জনকে আটক করা হয়েছে।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়