ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল সোহানের

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ১৪ অক্টোবর ২০২৪   আপডেট: ০৮:৩৭, ১৪ অক্টোবর ২০২৪
কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল সোহানের

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে সোহান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার ছেলে। সোহান বন্দরে যানজট নিরসনের কর্মী হিসেবে কাজ করতো বলে দাবি পরিবারের।

স্থানীয়রা জানান, ‍রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেন শাহের অনুগামী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষ কাজল গ্রুপের হামজুর ছেলের সঙ্গে পিংকী গ্রুপের সদস্য সোহানের ঝগড়াও হয়। এর জের ধরে রোববার রাতে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের পিতা সালাম মোল্লা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে থানা পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলাসহ যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়