ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

মাচায় সবজি নিচে হলুদ, মিশ্র চাষে লাভবান কৃষক জুয়েল 

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৫ অক্টোবর ২০২৪  
মাচায় সবজি নিচে হলুদ, মিশ্র চাষে লাভবান কৃষক জুয়েল 

ক্ষেতে কৃষক জুয়েল মিয়ার সাথে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম

মাচায় চাষ হয়েছে শিম, বরবটি ও চিচিঙ্গা। মাচার নিচে হলুদের গাছ। একই জমিতে ৪ ফসল চাষ করে ভালো ফলন পেয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভৈরভীকোনা গ্রামে কৃষক মো. জুয়েল মিয়া। 

ফ্রিপ প্রকল্পের আওতায় মসলা (হলুদ) প্রদর্শনী মাচায় সবজি ও হলুদ চাষ করে এ ফলন পেয়েছেন ওই কৃষক। এসব ফসল চাষে তাকে পরামর্শ দিয়েছেন উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম। 

প্রায় ২০ শতক জমিতে প্রথমে উন্নতজাতের হলুদ চাষ করেন তিনি। পরে মাচা তৈরি করে চিচিঙ্গা ও বরবটি চাষের সাথে শিমের চাষ করেন। চিচিঙ্গা বিক্রির পর এখনও বরবটি বিক্রি করছেন। পাশাপাশি শিমের গাছ বড় হচ্ছে। কিছুদিনের মধ্যে গাছে শিম আসবে। মাসখানের মধ্যে ক্ষেত থেকে হলুদ সংগ্রহ করে বিক্রি করা যাবে বলে জানান তিনি।

কৃষক মো. জুয়েল মিয়া জানান, প্রায় ২০ শতক জমিতে ফসল করে আসছিলেন। কিন্তু ভালো ফলন পাচ্ছিলেন না। পরে সেখানে দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শে তিনি হলুদ চাষ করেন। এরপরে মাচা তৈরি করে চাষ করেন চিচিঙ্গা, বরবটি ও শিম। মাচায় উৎপাদিত ফসল বিক্রি থেকে তিনি প্রায় ৫০ হাজার টাকা পেয়েছেন। আশা করছেন হলুদ বিক্রি থেকে আরও লক্ষাধিক টাকা পাবেন। এসব চাষে তার প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। 

এদিকে চিচিঙ্গা বিক্রি শেষ হয়েছে। বরবটিও বিক্রি শেষের পথে। শিম গাছ বড় হচ্ছে। শিম ও হলুদ বিক্রি করতে আরও কিছুদিন লেগে যাবে।

স্থানীয় কৃষকরা বলেন, জুয়েল মিয়া স্বল্প জমিতে মিশ্র ফসল চাষ করে সফলতার প্রমাণ দেখিয়েছেন। আমরাও এখন নিজ নিজ জমিতে মিশ্র ফসল চাষ করতে আগ্রহী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, ফ্রিপ প্রকল্পের মাধ্যমে জুয়েল মিয়াকে পরামর্শ দিয়েছিলাম। তিনি জমি আবাদ করে হলুদ চাষ করেন। পাশাপাশি হলুদের ওপরে মাচা তৈরি করে সবজি চাষ করেন। এসব ফসল চাষে তিনি ভালো ফলন পেয়েছেন। শুধু তাই নয়, আমি কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিয়ে থাকি। কৃষকরা আমার পরামর্শ নিয়ে ফসল চাষে লাভবান হচ্ছেন।

/টিপু/


সর্বশেষ

পাঠকপ্রিয়