ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক এমপি রশীদুজ্জামান মোডল গ্রেপ্তার 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৬ অক্টোবর ২০২৪  
সাবেক এমপি রশীদুজ্জামান মোডল গ্রেপ্তার 

একাধিক মামলার আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর পর্যটক কেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-০৬ ও র‌্যাব-০৮ এর সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

মিডিয়া কর্মকর্তা অমিত জানান, রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে খুলনার পাইপগাছা থানায় একাধিক মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন রশীদুজ্জামান মোড়ল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান তিনি।

ইমরান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়