ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

টিকার প্রভাবে ভয়, ৫০ শিক্ষার্থী অসুস্থ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৩৩, ৩০ অক্টোবর ২০২৪
টিকার প্রভাবে ভয়, ৫০ শিক্ষার্থী অসুস্থ

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) বা জরায়ু মুখ ক্যান্সারের টিকা নিয়ে এর প্রভাবে ভয় পেয়ে লক্ষ্মীপুরে অসুস্থ হয়ে পড়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৭ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদাসার শিক্ষার্থীরা অসুস্থ হন বলে জানিয়েছেন মাদরাসাটির সহকারী শিক্ষক রেজাউল ইসলাম। 

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, টিকার প্রভাবে শিক্ষার্থীরা ভয় পেয়েছিল, তারা কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল।

আরো পড়ুন:

মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা জানান, আজ সকালে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে ১০ থেকে ১৪ বছরের মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার কিছুক্ষণ পর প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিয়েছিল।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মোরশেদ আলম হিরু বলেন, টিকার প্রভাবে শিক্ষার্থীরা ভয় পেয়েছিল, তারা কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। তারা এখন সুস্থ আছে। 

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়