ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:১৫, ৩০ অক্টোবর ২০২৪
মুন্সীগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আবুল কাশেম ঢালী (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান। 

মারা যাওয়া আবুল কাশেম মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের কেওয়ার-নুরাইতলী এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি চেক ডিজঅনার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। গত দুই ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা বলেন,‘বুধবার বিকেলে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন আবুল কাশেম। তাকে মুন্সীগঞ্জ জেনারেলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।’ 

তিনি আরো বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হতে পারে।’

মুন্সীগঞ্জ জেল সুপার মো. বদরুদ্দোজা বলেন, ‘এনআইএ্যাক্ট মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামির আমাদের কারাগারে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর জানতে পেরে  ছেলে ও স্বজনরা এসেছিলেন। কারাগারে কোনো বন্দির মৃত্যু হলে নিয়ম অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত করতে হয়। আইনী  প্রক্রিয়া শেষে মরদেহ বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়