ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

পুলিশের ৩ মোটরসাইকেল চুরি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৪৯, ২ নভেম্বর ২০২৪
পুলিশের ৩ মোটরসাইকেল চুরি

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেতর থেকে পুলিশের তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল গুলো খোয়া যায়। শনিবার (২ নভেম্বর) থানার ওসি শেখ শহিদুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেল তিনটি এসআই আলামিন, কনস্টেবল সোহেল ও মাসুদের। মোটরসাইকেল তিনটি তালাবদ্ধ ছিল। এরপরও সেগুলো নিয়ে গেছে চোররা। 

আরো পড়ুন:

ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, ‌‘চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’
 

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়