ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় রাষ্ট্রদ্রোহ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৪ নভেম্বর ২০২৪  
বরগুনায় রাষ্ট্রদ্রোহ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফাইল ফটো

বরগুনায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর কেওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) রাতে পৌর শহরের টাউনহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের মোবাইলে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জাহাঙ্গীর কবিরের পাশে মনিরুজ্জামান নশাকে বসে থাকতে দেখা যায়। তাদের কথোপকথনে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পাঁয়তারা পরিলক্ষিত হয়। দেশের প্রচলিত আইন অনুসারে বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার শামিল হওয়ায় বরগুনা থানার উপ-পরিদর্শক মো. শামীম দণ্ডবিধির ১২৪ ধারায় সদর থানায় একটি মামলা করেন।

ইমরান/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়