ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

নাটোরে বাসচাপায় ভ্যানচালক নিহত

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২৭, ৬ নভেম্বর ২০২৪
নাটোরে বাসচাপায় ভ্যানচালক নিহত

নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় আব্দুস সামাদ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামাদ বনপাড়া পৌর এলাকার হোসেন ফকিরের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, আব্দুস সামাদ ভ্যানে একজন যাত্রী নিয়ে খেজুরতলা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস ভ্যানকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে পড়ে ভ্যানচালক আব্দুস সামাদ ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সামাদের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন:

আরিফুল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়