ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

কুমিল্লার এইচ আর হাসপাতালে সাংবাদিককে হেনস্থা  

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ৯ নভেম্বর ২০২৪  
কুমিল্লার এইচ আর হাসপাতালে সাংবাদিককে হেনস্থা  

এইচ আর হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা

কুমিল্লা নগরীর এইচ আর হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগের সংবাদ সংগ্রহে গেলে দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান নাইমকে হেনস্থা ও তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ নভেম্বর) হাসপাতালের রিসিপশনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যান জাহিদ হাসান নাইম। সেখানে প্রসুতির মৃত্যুর অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা তাকে হেনস্থা করেন। এক পর্যায়ে হাসপাতালের ছবি তোলার কারণ জানতে চেয়ে জাহিদ হাসান নাইমের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এইচ আর হাসপাতালে প্রসূতি ইসরাত জাহান এরিনের (২০) মৃত্যু ভুল চিকিৎসায় হয়েছে বলে অভিযোগ ওঠে। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।

আরো পড়ুন:

ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান নাইম বলেন, ‘সাংবাদিকরা তো আর এক পক্ষের কথা শুনে সরাসরি একটি হাসপাতালের বিরুদ্ধে লিখতে পারে না। সেই জন্যই আমি হাসপাতালের চেয়ারম্যানের বক্তব্য নিতে গিয়েছিলাম। উনার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন। এক পর্যায়ে আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করেন।’  

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘আমার বিষয়ে আনিত অভিযোগ মিথ্যা। আপনারা অফিসে আসেন, সামনাসামনি কথা বলে সমাধান করি।’  

কুমিল্লা কোতয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘যদি লিখিত অভিযোগ করেন তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবো।’ 

জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, ‘অবশ্যই এইচ আর হাসপাতালের চেয়ারম্যানকে ক্ষমা চাইতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে এর জবাব দেওয়া হবে।’

জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, ‘সাংবাদিকদের হেনস্তা করা ন্যক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়