ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৫৯, ১০ নভেম্বর ২০২৪
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

নিহতরা হলেন, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হেকিমের ছেলে অটোরিকশাচালক রহমত উল্লাহ (৪৫), ঝালুয়া এলাকার আব্দুল জলিলের ছেলে হাবিবউল্লাহ (২২)।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০ টার দিকে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মহিলা কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোরিকশা একটি অন্যটিকে ওভারটেক করে আসার সময় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহে আসার পথে একজনের মৃত্যু হয়। অপর ৩ জনকে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে আরও একজন মারা যায়। অপর আহত দু'জন হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছে।

ওসি খোরশেদ আলম আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিলন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়