ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা সীমান্তে ৬ কেজি রুপার গহনা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ১১ নভেম্বর ২০২৪  
সাতক্ষীরা সীমান্তে ৬ কেজি রুপার গহনা জব্দ

জব্দকৃত রূপার গহনা

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে ৬ কেজিরও বেশি রুপার গহনা জব্দ করেছে বিজিবির সদস্যরা।

সোমবার (নভেম্বর) সকালে তলুইগাছা সীমান্তের চারাবাড়ী এলাকা থেকে গহনাগুলো জব্দ করা হয়। এ সময় কোনো চোরাকারবারিকে গ্রেপ্তার করা যায়নি।

আরো পড়ুন:

সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক সোমবার (১১ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান্।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে রুপার বড় চালান আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তলুইগাছা বিওপির নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় চারাবাড়ীতে কতিপয় ব্যক্তিকে ব্যাগ হাতে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় তাদের চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে চোরাকারবারিরা ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা পাওয়া যায়। যার বাজারমূল্য ৮ লাখ ৯৮ হাজার ৯০৫ টাকা।

থানায় জিডি (সাধারণ ডায়েরি) করে আদালতের আদেশ অনুসারে গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়