ঢাকা     রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

বগুড়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১২ নভেম্বর ২০২৪  
বগুড়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যা

বগুড়ার শাহজাহানপুরে আবুল কালাম (৭০) নামে এক বৃদ্ধকে ধারালো দিয়ে অস্ত্র গলা কেটে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, সকালে কালামের স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এর এক পর্যায়ে তিনি কালামের গলাকটা লাশ উঠানে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এবং প্রতিবেশিরা সেখানে ছুটে আসেন। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালামের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড এখনও জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

ঢাকা/এনাম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়