ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রাণ গেলো ভাই-বোনের

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৬, ১৪ নভেম্বর ২০২৪
কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রাণ গেলো ভাই-বোনের

দুই শিশুর মৃত্যুর খবরে তাদের বাড়িতে আসেন প্রতিবেশী ও স্বজনরা (ছবি: রাইজিংবিডি)

ঝালকাঠির নলছিটিতে কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে চাচাতো ভাই-বোন মারা গেছে। 

বুধবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো—উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে। পরে বিষয়টি টের পেয়ে তাদের হাসপাতালে নেওয়া হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঢাকা/অলোক সাহা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়