ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলাপাড়া থেকে দুটি ‘পদ্ম গোখরা’ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৪৮, ১৯ নভেম্বর ২০২৪
কলাপাড়া থেকে দুটি ‘পদ্ম গোখরা’ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া থেকে দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংস্থা অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। এর মধ্যে একটির দৈর্ঘ্য দেড় ফুট ও আরেকটির দৈর্ঘ্য ১ ফুট। দুটিই পদ্ম গোখরা সাপের বাচ্চা।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার থেকে মস্তফা মুন্সি নামের এক সাপুড়িয়ার কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সাপ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি, শাওন তালুকদার ও আদনান রাকিব। পরে সাপ ধরবেনা- এমন মুচলেকা দিলে সাপুরিয়াকে ছেড়ে দেওয়া হয়।

অ্যানিমেল লাভারস এর সদস্য আদনান রাকিব বলেন, ‘সোমবার বানাতী বাজারে হাটের দিন ছিলো। ওই সাপুড়িয়া এ সাপগুলো দিয়ে খেলা দেখিয়ে বিভিন্ন তাবিজ কবজ বিক্রি করতেছিলেন। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। পরে সাপের বাচ্চা দুটি উদ্ধার করি। আজ বিকেলে সাপ দুটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

অ্যানিমেল লাভারস এর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ‘পদ্ম গোখরা মূলত নিশাচর প্রাণি। মানুষের বসতবাড়ির আশেপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধানক্ষেতের আশেপাশের ইদুরের গর্তে থাকতে ভালবাসে। বাচ্চা গোখরা উভচর আর বড়গুলো স্তন্যপায়ী, সাপ বা মাছ শিকার করে। তবে বিরক্ত হয় এবং পালাতে পছন্দ করে। কিন্তু যদি তার কাছে কাউকে প্রাণ সংশয়কারী মনে হয় তাহলে ফণা তুলে জোরে হিস হিস শব্দ করে। আত্মরক্ষার্থে কামড়েও দিতে পারে।’

ঢাকা/ইমরান/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়