ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

২৭ দিন পর চালু হলো আরনু জুটমিল

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৯, ২৫ নভেম্বর ২০২৪
২৭ দিন পর চালু হলো আরনু জুটমিল

আরনু জুট মিলস চালু হওয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

মালিকানার দ্বন্দ্বে বন্ধ হয়ে যাওয়া দিনাজপুরের হিলি আরনু জুট মিলস পুনরায় চালু হয়েছে। ২৭ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে মিলটির কার্যক্রম শুরু হয়। 

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ সাফি হাজী। এই মিলে কাজ করেন ৭০০ থেকে ৮০০ জন শ্রমিক।

আরো পড়ুন: মালিকানা দ্বন্দ্বে বন্ধ আরনু জুট মিল, দিশেহারা শ্রমিক

আরো পড়ুন:

শেখ সাফি হাজী বলেন, “আমরা তিন ভাই-বোন এই মিলের অংশীদার। বিগত দিনে মিলের ম্যানেজার মিজানুর রহমান ষড়যন্ত্র করে আমার ভাই-বোনকে ভুল বুঝান। যে কারণে মিলটি বন্ধ করে দেওয়া হয়। পরে আমরা ভাই-বোন বসে নিজেদের মধ্যে সমস্যা সমাধান করি। গতকাল রোববার থেকে মিলটি আবারও চালু হয়েছে। আশা করছি আগামীতে মিলের কার্যক্রম আরো বাড়ানো হবে।”

হিলি পৌর এলাকার ডাঙ্গাপাড়ায় অবস্থিত মেসার্স আরনু জুট মিলস। এই মিলের অংশীদার তিন ভাই-বোন। তারা হলেন- চেয়ারম্যান আব্দুল কাইউম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ সাফি হাজী ও পরিচালক নুরুন নাহার আহমেদ আরনু। 

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়