ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফতুল্লায় জানালার গ্রিল কেটে ভবনে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৫, ২৮ নভেম্বর ২০২৪
ফতুল্লায় জানালার গ্রিল কেটে ভবনে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সস্তাপুর গাবতলি এলাকায় একটি ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ছিলো মুখোশ পরিহিত ও অস্ত্রধারী। জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। মারধর করে ঘরে থাকা সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। 

বুধবার (২৭ নভেম্বর) ভোরে শিল্পপতি রেজাউল করিম মালার নিজ বাড়িতে এ ডাকাতি ঘটে। 

ভুক্তভোগী রেজাউল করিম জানান, ভবনে দু'তলা বাড়ির পিছনের জানালার গ্রিল কেটে ৬ জনের ডাকাতদল  ঘরের ভেতর প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে পিটিয়ে গৃহবধূদের সাথে থাকা ও ঘরে থাকা সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে খানপুর হাসপাতালে চিকিৎসা নেয় তারা। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়।

ঘটনাস্থলে তদন্ত করতে আসা ফতুল্লা মডেল থানার এস আই নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।”

ঢাকা/অনিক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়