ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকরি আর করা হলো না রাহিমার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২ ডিসেম্বর ২০২৪  
চাকরি আর করা হলো না রাহিমার

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেইকার চাপায় রাহিমা খাতুন (৩০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাহিমা খাতুন (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে।

আরো পড়ুন:

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ‘‘সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার রাহিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে  আসে।’’

তিনি আরও বলেন, ‘‘স্বজনরা জানিয়েছেন, নিহত নারী তার এক আত্নীয়ের বাসায় থেকে চাকরি খুঁজছিলেন। কিন্তু, চাকরি পাওয়ার আগেই সব শেষ হয়ে গেল। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রফিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়