রামুতে বন্যহাতির আক্রমণে ১ ব্যক্তি নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত আব্দুল হক
কক্সবাজারের রামু উপজেলায় বন্যহাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন সমাজ কমিটির সভাপতি আব্দুল হক (৪৫)। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া এলাকায় তিনি আক্রান্ত হন।
নিহত আব্দুল হক (৪৫) রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে তার বাবা বাসা থেকে সোনাইছড়ি এলাকায় পাকা ধান আনতে যাচ্ছিলেন। এ সময় বন্যহাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, সম্প্রতি ওই এলাকায় বন্যহাতির তৎপরতা বেড়েছে। লোকালয়ে নেমে হাতির দল ঘরবাড়ি ও জানমালের ক্ষতি করছে। সমাজ কমিটির সভাপতি আব্দুল হক স্থানীয়দের সতর্ক করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিই হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান। তার মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/তারেকুর/বকুল