ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৩০ ডিসেম্বর ২০২৪  
মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ের সামনে মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে শহরের ডিবি রোডে গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর উপজেলা কমান্ডার আলী আকবরের সঞ্চালনায়  ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে এ মানববন্ধনে প্রাক্তন ডেপুটি জেলা কমান্ডার ওয়াসিকার মোহাম্মদ ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা বাছেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান চানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বক্তারা বলেন, ‘‘একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়েছে, তা মূলত স্বাধীনতাকেই হেনস্তা করা হয়েছে। হামলাকারীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হননি। তাদের বাবা যদি মুক্তিযোদ্ধা হতেন, তাহলে তারা তাদের বাবার গলাতেও জুতার মালা দিতেন।’’

তারা আরো বলেন, ‘‘একজন মানুষ অপরাধী হতে পারে, তার নামে মামলা থাকতে পারে, তার মানে এই নয়, তাকে জুতার মালা পরাতে হবে। অপরাধের জন্য  আদালত আছে, বিচারবিভাগ আছে। একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কতটা  অসহায় হলে জুতার মালা গলায় নিয়ে আপনাদের কাছে হাত জোড় করে মাফ চান।’’

তারা আরো বলেন, ‘‘এই লজ্জা জাতির, এই লজ্জা বাংলাদেশের স্বাধীনতাকামী সকল মানুষের। শুধু বীর মুক্তিযোদ্ধা কানুকে নয়, যারা স্বাধীনতার পক্ষের লোক আছে, তাদের সকলের গলায় এই জুতার মালা পরানো হয়েছে।’’ 

মুক্তিযোদ্ধাদের প্রতি এমন আচরণের প্রতিবাদে তাদের শুধু শোক ও নিন্দা জানানোর ক্ষমতাই অবশিষ্ট রয়েছে বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধারা।

বক্তারা আরো বলেন, ‘‘এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীদের চিহ্নিত করে  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ১৯৭১ সালের মতো যুদ্ধের ঘোষণাও দেন মুক্তিযোদ্ধারা।

ঢাকা/মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়