ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপাকে শ্রমজীবীরা

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৪৯, ২ জানুয়ারি ২০২৫
কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপাকে শ্রমজীবীরা

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গত দুই দিন ধরে জেলায় দেখা মেলেনি সূর্যের। তীব্র শীত উপেক্ষা করে কাজে যেতে না পারায় কষ্টে পড়েছেন শ্রমজীবীরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস।

কুড়িগ্রাম সদরের রিকশাচালক আলম মিয়া বলেন, ‘‘দুই দিন ধরে সূর্যের দেখা নাই। ঠান্ডায় গাড়ি চালানো যায় না। সন্ধ্যা হলেই বৃষ্টির মতো কুয়াশা পড়ে। গরম কাপড় না থাকায় খুব কষ্টের মধ্যে আছি।’’

রাজারহাট উপজেলার দিনমজুর মজিবর রহমান বলেন, ‘‘কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছি না। দুই দিন ধরে কাজে যেতে পারছি না। তবে, এখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি।’’

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘‘গত দেড় মাস ধরেই এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। চলতি মাসে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে ২-৩টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’’

জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে জানানো হয়েছে, কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য নগদ ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হবে।

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়