ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩১, ১৪ জানুয়ারি ২০২৫
কিশোরগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম–সেবা) গ্রেপ্তারের বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত ১১টার দিকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তার দুজন হলেন- ভৈবর উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মাজহারুল ইসলামের ছেলে মানিক রতন (২২) ও ভৈরবের কমলপুর এলাকার দুলাল মিয়ার ছেলে রাজিব মিয়া (৩৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। ছিনতাই করার সময় র‌্যাব সদস্যরা তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঢাকা/রুমন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়