ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে মাদকসহ এএসআই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০৯, ১৮ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে মাদকসহ এএসআই গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে মাদকদ্রব্য আইসসহ পুলিশের এক সদস্য গ্রেপ্তার হয়েছেন। তার নাম আলমগীর হোসেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে র‌্যাব-৭ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। এসময় মেহেদী নামের তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৬০ গ্রাম আইস জব্দ হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তার আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে (আলমগীর হোসেন) নগরীর চকবাজার থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়