ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

পঞ্চগড় জেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২০ জানুয়ারি ২০২৫  
পঞ্চগড় জেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

আবু তোয়বুর রহমান

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় জনতা ব্যাংকের সামনে থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি অভ্যুত্থান পরবর্তী দুটি মামলার এজাহারভূক্ত আসামি।

পুলিশ জানান, গত বছরের ১৯ জুলাইয়ের মারামারির ঘটনায় ১৮ আগস্ট পঞ্চগড় সদর থানায় যুবদল নেতা নুর ইসলাম দীপু ১১ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় ৪ নম্বর আসামি আবু তোয়বুর রহমান। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
 

ঢাকা/নাঈম/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়