ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ডা. সাদির মুক্তির দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২১ জানুয়ারি ২০২৫  
রাজশাহীতে ডা. সাদির মুক্তির দাবিতে মানববন্ধন

রাজধানীর ডেল্টা হেলথকেয়ারের চিকিৎসক সাদী বিন শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।

আরো পড়ুন:

আরো পড়ুন: রিকশাচালক ইসমাইল হত্যা: চিকিৎসকসহ ৫ জন কারাগারে

কর্মসূচি থেকে ডা. সাদির মুক্তির দাবি জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে রামপুরার ডেল্টা হেলথকেয়ারের সামনে এক রিকশাচালককে গুলি করে হত্যা করে পুলিশ। সেসময় তাকে চিকিৎসা দেওয়ার জন্য ডা. সাদি এগিয়ে আসেন। গুলিবিদ্ধ রিকশাচালককে যেন চিকিৎসা না দেওয়া হয় সেজন্য পুলিশ ডা. সাদিকে লক্ষ করে গুলি ছুঁড়ে।  তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। অথচ এখন তাকে আসামি বানিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

বক্তারা আরো বলেন, সরকারের উচিত ছিল ডা. সাদিকে বীর সন্তান হিসেবে ভূষিত করা। কিন্তু সেটা না করে উল্টো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। রাজশাহীর চিকিৎসকসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. সাদিকে মুক্তি না দিলে কমপ্লিট শাটডাউন, লং মার্চ টু ঢাকা কিংবা যেকোনো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. আব্দুল্লাহসহ আরো অনেকে বক্তব্য দেন।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়