ঢাকা     বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১

পাটুরিয়া-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:০৩, ২২ জানুয়ারি ২০২৫
পাটুরিয়া-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. সালাম হোসেন বলেন, “ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুটে মাঝনদীতে তিনটি ফেরি আটকা রয়েছে। এছাড়া, একই কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার প্রকোপ কেটে গেলে দুই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।” 

আরো পড়ুন:

ঢাকা/চন্দন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়